আমি একটা মৃত্যু চাই
একটা জঘন্য আর নিকৃষ্ট মৃত্যু
মৃত্যুটায় যেন খুব কষ্ট পাই
যেভাবে মৃত্যু বরণ করছে হাজারো অসহায় প্রাণ
যে মৃত্যুতে খুব যন্ত্রণা ধরে
যে মৃত্যুর আগে বৃদ্ধা আশ্রমে কোন মায়ের
চোখেরজল গড়িয়ে পরে।
নষ্টদের হাতে যেসব মৃত্যু প্রতিদিন হচ্ছে
যে মৃত্যু কাঁটাতারে দুদিন ঝুলিয়েছে
মৃত্যু আছড়ে পরেছে সমুদ্র সৈকতের পাড়ে
তেমন একটা মৃত্যু আমায় করো দান।
নাহয় খবরে শিরোনামহীন হয়ে থাকলাম
নাহয় দেখে জেতে পারলাম অসাম্প্রদায়িকতা
তারপরও আমাকে একটা করুণ মৃত্যু দাও।
এভাবে ধুঁকে ধুঁকে পরাধীন মরার চেয়ে,
কাটাতারে ঝুলে অথবা সৈকতের পাড়ে মরে পরে
থাকা অনেক ভালো।
0 comments